কবিতাঃ মহারণ্য
         সঞ্জয় কীর্ত্তনীয়া
        
*****************
মনের বীণায় স্তব্ধে জ্বলন্ত চিতা
    হৃদে ঝংকার তাই বেসুরা
দৃষ্টির সীমানায় অনলের খেলা
     সবুজ অরণ্যে জনহীনা
বসুমাতার এ কেমন ছল খেলা।

কোন কোলে শান্তিতে ঠেকাই মাথা
     খুঁজে নাহী পাই শান্তি মাতা
নিজ পায়ে মারে কুঠার মানুষেরা
        বুঝতে সময় নিয়েছে
নির্মল জগতের জ্ঞানী মূর্খ সকলা।

প্রকৃতির নির্মল শক্তি ক্ষয়িষ্ণুে ভরা
   বাও বাতাসে অপঘাত খেলা
চলছে তাই প্রাকৃতিক নির্বাচন মেলা
      নয়নের জল মুছাতে তাই
আসবেনা আপন পর আত্মীয় বন্ধুরা।

বিধাতার দোষ দেখিনা এ মরণ বেলা
     ক্ষমায় যিনি অজ্ঞেয় শক্তি
তার চরণ তলে আশ্রয় খুঁজি এই বেলা
     মৃত্যুদূত প্রতি দ্বারে দেয় হানা
ক্রন্দনে তোমার দানের বীণায় বেসুরা।