কবিতাঃ মিষ্টি মেয়ে
সঞ্জয় কীর্ত্তনীয়া
******************
শূন্যতার রোদনে জ্বলছি
কাকে বোঝাবো, মন যারে চায়
সেতো বুঝেনা কোনোমতে।
হাল ছাড়িনি মনের জোরে
বুঝাবো তাকে যতো কথা বলা লাগে
সত্যিই ভালোবাসি তোমাকে।
মুখের লালায় হয়না চাষ
জানি আমি এই চির সত্য কথাটারে
যাকিছু বলছি রেখো মনে।
আশা তোমার পুরান হবে
বলছি আজ দীপ্ত কন্ঠে কর্ম শক্তিতে
বেকারত্ব নেই আমার জীবনে।
আছি শুধু তোমার অভাবে
কথায় তোমার আবিষ্টে মিষ্টতা আছে
তাই ভালোবাসি মন থেকে।
যেথায় তুমি থাকো লুকিয়ে
এবার আমি আনবো খুঁজে তোমাকে
সত্যি ভালোবাসি হৃদয় দিয়ে।
বারেক ফিরে তাকাও আজি
তোমার জীবন সাথী হতে চাই আমি
তুমি ছাড়া এ জীবন মূল্যহীনে।