কবিতাঃ খলনায়ক
                 সঞ্জয় কীর্ত্তনীয়া
            
****************************
       কে কাকে করেতে পারে বঞ্চিত
তাঁরাই একসময় হয়ে গেছে সমাজে অবাঞ্ছিত
     নিত্যকর্মে এরা খলনায়কে অভ্যস্ত।

       শত ভ্রাতা আর শকুনির সাঙ্গপাঙ্গ
প্রতিক্ষণ করছে পাণ্ডুপুত্রদের অধিকার বঞ্চিত
   সময়ের ব্যবধানে এরাই ধর্মে অবাঞ্ছিত।

        সংকুচিত মনে আসেনা আনন্দ
প্রীতির মুল্য বুঝে-না এঁরা তাই হয় বঞ্চিত
     শেষ খেয়ায় এঁরা নিঃস্ব জনশূন্য।

       প্রীতির বর্ধনে সঞ্চিত কর নিজ মূল্য
প্রতিক্ষণ পেয়ে যাবে যা কিছু ভালো, হবে নিজে আলো
        সমাজে তাই তুমি অনেক ভালো।

        খলনায়ক নয়, সভ্য গোলাম
জগতের বুকে অনেক ছড়িয়েছে আলো
    প্রীতিতে কেরানী পেয়েছে রাজাসন।