কবিতাঃ কালো মেঘ
         সঞ্জয় কীর্ত্তনীয়া  
      
******************
      আকাশে মেঘ জমছে
হাটার পথে ধুলোবালির হাওয়া
    নদীর জলে ময়লা ভাসছে
কোথায় আছে স্বচ্ছ জলের ধারা
    বুড়িগঙ্গা কেমিক্যালে ভরা।

       মানুষ নামে মানুষ দেখি
অহর্নিশি বলে তারা বেহিসেবী কথা
      চিত্ত মাঝে শুধু কাঁচা লঙ্কা
কোথায় পাবো প্রেম বিহনের সুধা
      শুধু ভেজাল কথার মায়া।

      পবন মাঝে কালো ধোঁয়া
নিঃশ্বাসে বিষ, সুচি হবে কেমনে ধরা
     কলম দিয়ে লিখেছে হিসেব
ফাঁকিবাজীর গড়মিলেই হিসেব কষা
      টাকার বলে চলে বসুন্ধরা।

কারি কারি টাকার মালিক জনতা
     ক্রন্দনের সুর তবু থামেনা
টাকার অহংকারে বেপথে চলাফেরা
       খামচে ধরছে জগতটা
কালো মেঘে ছেয়ে গেছে বসুন্ধরা।