কবিতাঃ ব্যথার কাজল
সঞ্জয় কীর্ত্তনীয়া
****************************
ভুলে গেছে সে চিরদিনের তরে
চলে গেলো আজ শান্তির বারতা তার চোখেমুখে
ফিরবে না আর মূল কেটে দিছে।
ঝড়ে ভাঙ্গে যদি ডালপালা
তবুও গাছটি বেঁচে রয় বক্ষে গজায় নতুন শাখা
মূল উপড়ে গেলে মরে গাছ তাতে।
সত্যিই মৃত্যু আমি তোমার কাছে
বহুকথার আল্পনার স্মৃতিরা জেগেছে আজ মনে
শোকানল জ্বলছে দাউদাউ করে।
মনে হয় ভস্মীভূত হয়েই যাবো
শোকানলের তেজ বক্ষে তিব্র গতিতে ছড়াছে
বাঁচার সব শক্তি শুনে নেমেছে।
প্রার্থনা আজ বিধাতার চরণে
ব্যাথার কাজলে লিখে যাবো জগতের বুকে
তুমি বেঁচে থাকো সুখ শান্তিতে।