কবিতাঃ যোদ্ধা
সঞ্জয় কীর্ত্তনীয়া
***************************
সূর্য কিরণে অগ্নি তেজ ভরা
পথিক যদি তেজের ভয়ে সূর্যে দিতে চায় কাঁদা
এর থেকে বোকা আছে কোন জনা।
সাচ্চা মানুষের প্রতিবাক্যে রুক্ষতা
অন্যায় অবিচারের বিরুদ্ধে এঁরা প্রতিক্ষণ যোদ্ধা
নিষ্পেষিতা এদের চিনে না।
বারবার ঠকে যায় নিশ পেষিতা
মিষ্টি কথার আড়ালে খড়গ হাতে তা বুঝতে পারেনা
লুটিয়ে পরে কথার ভাঁজে কতবড় বোকা।
আঁধার ঘনিয়ে যখন নামে সন্ধ্যা
নিষ্পেষিতা এবার বুঝতে পারে খর্ড়গ হাতে অসুরের চেহারা
মিষ্টি কথার আড়ালে শুধু ছলনা।
বাঁচতে যদি চায় নিশ পেষিতা
কালের ধারায় এবার হও তুমি মহাকালের কালিমা
সত্যের জয় রুক্ষতায় মোড়া।
প্রতিক্ষণ রুক্ষ, অন্তরে সূর্য কিরণ যার
এরা চলার পথে অন্যায় অবিচারে থেমে থাকেনা
নিষ্পেষিতার পক্ষে এরা অচিন যোদ্ধা।