কবিতাঃ ঝর্ণা
সঞ্জয় কীর্ত্তনীয়া
******************
পর্বতের ললাট বেয়ে
নেমে আসে গীরির দুলালী ঝর্ণা
কন্ঠে তার চটুল গানের সুর।
পুলকিত কলরব শব্দে
লহরী চরণে চলার চপল ছন্দে
ঝর্ণা ছুটে চলে উচ্ছ্বাসে।
রুপ কথার টুপটাপ শব্দ
সুর ঝরায় উঁচুনিচু চলার পথে
পাহাড়ি ঝর্ণা আনন্দে।
অন্তর হতে ঝরে ঝর্ণা
নয়নের ঝর্ণা রক্তের বারী ধারা
আশাহীন ঝরে রক্ত বন্যা।
ব্যথায় ব্যথিত সে হবেনা
জানি নয়ন দুটি হবেই মনি হারা
নয়নের ঝর্ণা থামবে না।
কন্টক পথের বাঁকে বাঁকে
খুঁজব তোমাকে ঝর্ণার মতো ছুটে
লহরী ঝর্ণা এলোনা জীবনে।