***********************
সহজ সরল পথে চলতে আনন্দ
বাঁকা পথে হাটায় শ্রম আর সময় হয় নষ্ট
এই ছকেই জীবনের গভীর মুল্য।

জীবনের সাথে নাড়ীছেড়া জড়িত
মিছে মায়ায় কেনো কি আবেশে পড়ে আছো
নাড়ীছেড়ার ভবিষ্যত গড়ো।

জীবনের মূল্য সখী তুমি বুঝ না
বারবার ঘাতপ্রতিঘাতে পড়ছ তাই সর্বদাই
মিছে মায়া ছিন্ন করো এ বর্ষায়।

জটিল সমীকরণ সৃষ্টি ধারায়
বিবেক বুদ্ধি দিয়ে জীবন কে সহজ করে জ্ঞানীরাই
সখী জীবনটা ছিনিমিনি নয়।

মিথ্যার আশ্রয়ে সুখ কোথায়
কতো সহজ সরল তোমার মনে কালিমা নাই
ফিরে এসে সহজ সরল রাস্তায়।