কবিতাঃ হাজার বাক
সঞ্জয় কীর্ত্তনীয়া
***********************
প্রতিটি নদীর আছে বহু বাক
রূপ তার উথাল-পাতাল ঘুর্ণিপাকের জল
ভাঙ্গা গড়ার খেলায় অবিচল।

কুলকুল কলরব শুনতে কি পাও
উচ্ছলে প্রবাহমান প্রতিটি নদনদী ধায় ঠিকানায়
বাকে রয়না থেমে ছুটছে দৃঢ়তায়।

সাগল জলে আসে যদি কভু ভাটি
তবেই ফিরবে স্রোতস্বিনী কালের ধারায় হবে বুড়ী
ঘূর্ণিপাক উথাল-পাতাল নেই সেদিন।

যৌবন জোয়ারে বেয়ে যাও নদী
থেমে থেকো না হাজার বাকে আসুক যতো ঘুর্ণি
দু'হাতে তুলে নাও ঘুর্ণির পলিমাটি।

যৌবন জোয়ারে আসবে যেদিন ভাটি
থেমে যাবে দিবারাত্রির ছুটে চলা স্রোতস্বিনী রক্তের নদী
কীর্তি তোমার অমর হবে পলিমাটি।