কবিতাঃ গল্পকার
সঞ্জয় কীর্ত্তনীয়া
***********************
গল্প কার লিখছে গল্প
সাহিত্য বাজারে হয়েছে সে পগরম ধন্য
নিজের গল্পটা অসমাপ্ত।
গল্পকার কেঁদে মরে অবিরত
বঞ্চিতের পাসে দাঁড়ায় মনে হয় সে বঞ্চিত
নিজেই বঞ্চিত নেই তার মুল্য।
গল্পকার চষে বেড়ায় বিশ্বব্রহ্মাণ্ড
দেশের সুনাম জানতে পারে যেনো বহির্বিশ্ব
নিজ দেশেই হয় সে অবাঞ্ছিত।
গল্পকারের হাতে নেই অর্থ
অনাহারী পায় যেনো ভরণপোষণ তার আন্দোলন
নিজেই রয় গোপনে অভুক্ত।
গল্পকারের লেখার তীক্ষ্ণতায়
কতো নরনারী দেখেছে কষ্ট মাঝে বাঁচার স্বপ্ন
নিজের স্বপ্ন রয়েছে অপূর্ণ।
গল্পকারের জ্ঞানের মুল্য
শুধুই পরিত্যক্ত কাগজ কলমে সীমাবদ্ধ
সারথি তাই আসেনা লেখক তুচ্ছ।