কবিতাঃ ইতি
সঞ্জয় কীর্ত্তনীয়া
**********************
অনেক কথার আল্পনা
আজকের তিথি হলো তার ইতি টানা
স্মৃতিরা উঁকি দেয় এ বেলা।
আমি বন্ধনে ছিলাম না
তার ভালোবাসা পেয়েছি সারাবেলা
দুজনা খুশি মনে বলছি কথা।
ভালো কিছুকে ভালো বলা
এই সমাজের আমরা বলছিনা সহসা
ভালোত্বে আসে তাই বাঁধা।
কোনো অভিযোগ নেই তার
শুধু সমাজের উপর আছে তার ব্যাথা
ইতি টানলো মনের ভালোলাগা।
তাকে ভুলে যাবো সেই শক্তি
জীবনের পড়ন্ত বেলা আমার হবেনা
স্মৃতিগুলো কাঁদায় সারাবেলা।