কবিতাঃ ধূলি ময়লা
        সঞ্জয় কীর্ত্তনীয়া
    
*****************
   লক্ষীর চাঁদ গেছে ডুবে
ত্রিবেণীর মোহনায় ঘুর্ণিপাকে
     রিক্ত নিস্ব জীবন পথে
বিষাদে নীলবিষ সঞ্চয় ভান্ডে।

   পঞ্চমীর নতুন জোয়ার
ভাসায়ে নিয়েছে মনের বীণাকে
      ঝংকার উঠেনা মনে
বিদ্যা বুদ্ধি ডুবেছে নয়ন শ্রাবণে।

     অন্তরে আজ নেই শ্রাবণ
শুষ্ক বীজ দানা হয়ে আছি প্রাণে
     হৃদে কি রূপে হবে কর্ষণ
জ্ঞানে হইনি স্নাত তাই বড়ো অধম।

        এই জন্মের কেনাবেচা
ধুলি ময়লা চেতনায় কলুষিত ভরা
   বাগদেবী ঊষাতে হয়নি ধরা
হৃদয় বীণার ঝংকার তাই বেসুরা।