কবিতাঃ দংশিত
             সঞ্জয় কীর্ত্তনীয়া
        
************************
         যার সাথে বলবো মনের কথা
সে-তো শুনছে না, বারেক ফিরেও দেখেনা
      কেমনে বুঝাই অযোগ্য ছিলাম না।

      ভালোবাসি এই কথাটি বলা হলনা
সকাল সন্ধ্যা দেখার মাঝে নয়তো ভালোবাসা
       দুরত্বেও কাছে রই সে কি বুঝে-না।

      জানি একদিন আপসোস হবে তার
সেইদিন আমার হাতে সময় যে আর থাকবেনা
     ভাটির ঘাটে আমার তরী রবে বাঁধা।

       উজান জলে আজ টানছি বৈঠা
হরেক বন্দর দেখতে তুমি, মিটত মনের আশা
     যেদিকে হটলে তুমি কিছুই পাবেনা।

       ভস্মে ঘি ঢেলে করো যদি আহুতি
এমন যজ্ঞে শিব শংকর কখোনো আসেনা
    দেখায় থাকে ভুল বুঝতে পারলেনা।

    কভু যদি দংশিত হও ভুলের মাশুলে
ভয় পেওনা লক্ষ্মী মেয়ে, সেদিন এসো এই পথে
  হাতটা বাড়িয়ে আছি ভালোবাসি বলে।