কবিতাঃ-সোনার চুড়া
        সঞ্জয় কীর্ত্তনীয়া
      
********************
গড়ানো পাথর যেনো ছুটন্ত ঘোড়া
তার বুকে জন্মেনা জলের শ্যাওলা
চুর্ণ বিচূর্ণ বক্ষ তারই বেহাল দশা।

কতো দ্বারে ঘুরলে তুমি নিরাশ একা
মনে বড় আশা রাজরানী তব নিশানা
পড়বে খোঁপায় রাজন হাতের মালা।

মনি মুক্তায় লোভ রেখনা ওগো বালা
হয় যেনো এই জীবন মাধূর্যতায় ভরা
নিরব চলায় ভাবের বিণা খাঁটি সোনা।

কর্ণ ছিলেন তিক্ষ্ণ দৃষ্টি ধনুর বিদ্যাতে
সেতো চঞ্চল ছিলো শ্রেষ্ঠতের লোভে
ব্যর্থ রথে পাড়ি দিলেন শেষ বিদায়ে ।

আশা ভেঙ্গেছে বেলা ডোবার আগেই
এখনো যে বেলা গড়াতে অনেক বাঁকি
জ্বালাও মনে জ্ঞানের মশাল এ মুহুর্তে।

পোড়াও রিপুকে অন্তর্দাহের ঐ অগ্নিতে
মাধব যে বসেআছে সোনার চুড়া নিয়ে
যা ছুটে বাঁশির সুর বাজছে ঐ কাননে।