কবিতাঃ দ্বিচারিণী
     সঞ্জয় কীর্ত্তনীয়া
  
***************
বৌ কথা কও ডাকছে পাখি
হিজল বনে করে মাতামাতি
গঙ্গায় বঁধু করছে জলকেলি।

প্রজাপতি দল মেলছে পাখা
ফুলের সৌরভে পাগল প্রেমী
সংসার বিরাগী হয় বধূ রানী।

সন্ধ্যাদীপ জ্বালায় সব গৃহিণী
একাকী অন্ধকারে পড়ে আছি
সন্ধা বাতী ধুলায় নিভু নির্জীব।

তোমার আঁচল সাতপাঁকে বাঁধা
সিঁদুর দিয়েছি শুভ ক্ষণে আমি
করলে কেনো আমাকে গৃহহীন।

ইট বালুর ইমারত নেই আমার
পাখির কুজন এটাই বা কম কি
ভুলেছ বন্ধন আঙ্গিনার স্মৃতি।

দ্বিচারিতা মধুরূপ বিষের ক্ষণি
তোমার আঁচলে বঞ্চিত আজি
এতো মৃত্যু অপেক্ষা বড় শাস্তি ।