কবিতাঃ চিরজীবী
সঞ্জয় কীর্ত্তনীয়া
তারিখঃ ২০/০৮/২১ ইং
*******************
কিছু লিখি কিছু ভাবি
মরণের নিত্য খেলায় সবাই মরি
শোকানলে ভস্মিত
আপন পর পাড়ার সব প্রতিবেশী।
মৃত্যুর কি সাধ্য আছে
যমলয়ে নিয়ে যাবে কর্মের যতি
গুণের মৃত্যু নেই জানি
মানুষ কদাচারে তবু রত অহর্নিশি।
বহু আনন্দের কোলাহল
আজ স্মৃতিহীন ধূসর শুধইু অতিত
অতিতের নব-নব সৃষ্টি
আজও অম্লান, রবে নতুন চিরদিন।
পঞ্চভূতের দেহখানি
অমল ধবল মাটিতে লুটিছে ঠিকই
মহৎকর্ম গুণের কদরে
চিরজীবী রবে দুনিয়া আছে যতদিন।