কবিতাঃ বঙ্গবাসী
সঞ্জয় কীর্ত্তনীয়া
*******************
খেলায় মেতেছ আজি
সন্ত্রাসের অনলে পুড়ছে বসতি।
নিজ উনুনে রয় ইদুর
এঁরা নেতা বাহাদুর হইছে আজি।
দারে দারে করে ভিক্ষা
অন্যের উনুনের রান্নায় উদর পিন্ড।
তবু চেতন হয়না এঁদের
অন্যের বসতি পোড়ায় কোন রীতি।
প্রার্থনালয় বসতবাড়ী
পুড়ে হয় যদি ছারখার শ্মশান ভূমি।
জগতে আসে কি শান্তি
বিকারগ্রস্ত এ সময় হাসে অট্টহাসি।
লালন তুমি দেখে যাও
তোমার স্নেহধন্যের সোনার বঙ্গভূমি।
লেলিহানে কেঁড়েছে শান্তি
মন মানুষের সন্ধান করেনা বঙ্গবাসী।