কবিতাঃ বন্দী জীবন
          সঞ্জয় কীর্ত্তনীয়া
      
*******************×
জীবনে আসে ভোর আসেই সন্ধ্যা
কতো কি ঘটে এর মাঝে তা বুঝনা
অলস বেলা নির্লিপ্ত কেনো একলা।

মেলিতেছ পাখা উড়ে যায় বলাকা
শান্তি খোঁজে যায় এরা অন্য কোথা
ধরে মাছ মিটে খুদা সুখে ফিরে এরা।

আনমনা চিত্তে বন্দী থেকোনা এ বেলা।
সিংহ দুয়ার ভাঙ্গো এই দুপুর বেলা
দু'হাতে বাড়িয়েছি কাতর হইয়ো না।

আসো যদি প্রীতির ডালা হাতে নিয়ে
কানে-কানে রূপ কথা নয় এই বেলা
কাজের ভিড়ে রবো দুজন সারাবেলা।

এ জন্মে অভাব অনটন দেখা হবেনা
সুখে মোড়া সংসার রবে সারাবেলা
সখি বন্দীর জীবনে আর থেকো না।