কবিতাঃ বিধিলিপি
           সঞ্জয় কীর্ত্তনীয়া
      
******************************
       কার ইশারায় এলেম জগতে
জীবনের উদ্দেশ্য অজ্ঞাত রয়ে গেছে
      কত রঙ্গ কত লিলা জগতে।

        খেলছি খেলা ভাবনাহীন মনে
খেলার সাথী আপন ছিলো সবে পর নহে
        লুকোচুরি খেলা খুব আনন্দের।

         বড্ড ব্যাতিত আজ চিত্তমাঝে
সময় দাড় করিয়েছে শত্রু মিত্র চারিদিকে
         এমন জীবন চাইনি জগতে।

          উপর থেকেই নির্ধারিত আছে
একা নয় দুটি প্রাণ এক হবে পরিনত কালে
           সময় এসেছে খুঁজব তাকে।

        বিধিলিপি অজ্ঞাত জগতে
অচিন গায়ে যেতে হবে তাকে খুঁজত
    অচিন বধূ আত্মার আত্মা হবে।