কবিতাঃ বিচ্যুত
সঞ্জয় কীর্ত্তনীয়া
*************************
ভরা পূর্ণিমা প্রতিদিন আসেনা
এর মাঝে কেটে যায় ঘুটঘুটে অন্ধ অমাবস্যা
তবু আশা পাই যদি মধুচন্দ্রিমা।
পথে পথে থাকেই অনেক বাঁধা
তবু ছুটতে হয় জীবনে থাকে অনেক আশা
শুভ পথের পাই যদি দেখা।
পথ যদি পথ খুঁজে না পায়
পথিক যাবে কি করে গন্তব্যের সুখের ঠিকানায়
হিসেব ভুল মনের মানুষ ফাঁকি দেয়।
ধাবমান স্রোতস্বিনী রুদ্র নদী
কাল প্রবাহে সাগর সঙ্গম থেকে বিচ্যুত হয়
মরুভূমি আসন পাতে জলধারায়।
পূর্ণিমা যায় নতুন পূর্ণিমা আসে
তপ্ত মরুভূমি জেগেছে আজ আমার পিঞ্জিরায়
বিচ্যুত করে দিলে হৃদের খাতায়।
অন্ধের নিকট আলোর মূল্য নাই
শধু যৌবিক ক্রিয়া সারাক্ষণ তাদের চেতনায়
আলোকিত তুচ্ছ প্রেম তার নাই।