কবিতাঃ আত্মহনন
            সঞ্জয় কীর্ত্তনীয়া
          
*******************
   কোনোকিছু মন থেকে চেয়ে
যদি সে না পায় বেকুব হয় নিজে
     অপমানিত নিজের চিত্তে।

   অতি আপনজন এক চিত্তে
হাসিখুশীর লেনদে এক মননের
    অমিল সেথা নাই কিছুতে।

    অকস্মাৎ নিজেকে গুটায়
কি কারণে কিসের কমতি আছে
   চাওয়াটা দায় হলো প্রেমের।

     অপমান অপেক্ষা মৃত্যু শ্রেয়
বুঝতে পারি আজ বুকের রক্তক্ষরণে
    লজ্জায় মাথা কুটি একাকীত্বে।

      সুখে থেকো চাই বোনা আর
দিয়ে যাবো তোমায় সাধ্যের ভিতরে
     যাকিছু আছে আমার জীবনে।

    দিতে যে জন পারেনা সহাস্যে
পাওয়া তার ঘটেনা জীবন বা মরণে
     তবুও দিবো ভালোবাসি বলে।