কবিতাঃ আরম্ভ
            সঞ্জয় কীর্ত্তনীয়া
        
**********************
       শেষ যেথা সেখানেই শুরু
ছকে বাঁধা জীবনের এ'যে চিরন্তন রীত
         হা-হুতাশ শুধুই বাহ্যিক।

         না ভাসিয়ে নৌকা খানি
পাওয়া যায় কি বানিজ্যের লাভক্ষতি
         সংকল্পে লাভ হয় জানি।

       সেই পুরোনো ধ্যানধারণায়
আজ আর নেই আমাদের মানবজাতি
      খুশির ঝলক তাই চারিদিক।

       পশ্চাত গামী কলেবর গুলি
গুড়িয়ে বাহিরে তাকাও একবার তুমি
        স্বচ্ছ ধরণী দেখবে আজি।

      পুরনো সব দিও জলাঞ্জলী
নব কিশলয়ে বাঁধো তোমার ঘর খানি
    শেষ নয় শুরু হবে জীবনতরী।