কবিতাঃ অনুতাপ
সঞ্জয় কীর্ত্তনীয়া
*****************
এসেছিলে চুপিচুপি
কি অভিসারে দিলেই বুঝিয়ে
দুটো কথার আল্পনাতে।
কতো কথাই বল্লে নিজে
বিষাদ যন্ত্রণায় কাটছেনা দিন
মৃত্যুর হাতছানি দ্বারে।
এমন কি সাধ্য আমার
বিষাদ কষ্টে শান্তির বর্ষণ দিবো
অপ্সরীর কষ্ট লাঘবে।
দু'হাত শক্তে বাড়িয়েছি
আসুক যতই ঝড়ঝাপটা চলতে
রাখবো তোমায় যত্নে।
রবে কি তুমি দীর্ঘপথে
আমার শক্তি সামর্থ্যের উৎস হয়ে
গৃহলক্ষ্মী ভাবি তোমাকে।
শঙ্কা জাগে হৃদয় মাঝে
অনুতাপে ভস্মিত আজি একাকীত্বে
ফিরে যেওনা আমাকে রেখ।