কবিতাঃ আকু বুক
    সঞ্জয় কীর্ত্তনীয়া
  
****************
  ধর্মান্ধের হুংকার শব্দে
সহনশীল আপামর জনগন
  আকু বুক করছে ভয়ে।

   পরমতসহিষ্ণু নেই দেশে
তুচ্ছতাচ্ছিল্যে হানাহানি বাধছে
   ধর্মান্ধ আগুনে ঘি ডালছে।

    সৃষ্টিশীল বাকরুদ্ধ করে
মৃত্যু ভয়ে কম্পিত নয় সত্যনিষ্ঠে
    অপমান ভয়ে রূদ্ধশ্বাসে।

   একমূখী শিক্ষার প্রয়োজন
দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার তরে
     ধর্ম রবে নিজ দেবালয়ে।

    ধর্মান্ধের বাংলাদেশ নয়
বঙ্গবন্ধুর অহিংস সোনার বাংলা
    চায় সহনশীল নাগরিকে।