কবিতাঃ অবিনশ্বর
সঞ্জয় কীর্ত্তনীয়া
**********************
কতো নদনদী শুকিয়ে গেছে
তার হিসেব রেখেছে কে জগতের বুকে
কতো নগরী অতল গহ্বরে।
অগুনিত মানুষ হারিয়ে গেছে
আমাদের এই সুন্দর চারণ ভূমি ছেড়ে
তার হিসেব নেই আমাদের।
এই জীবদ্দশায় কতো মানুষ
প্রতিকারহীনে বেঁচে রয় আধমরা হয়ে
ধনপতি সে-ও শ্মশান ভূমিতে।
এভাবেই সাদের মানব জীবন
চলে যাচ্ছে অস্তাচলের কালের গহ্বরে
সবকিছু কি মিছে জগতের বুকে।
তবে নশ্বর বিনে পরম সত্য কিসে
এই জগতের বুকে যা-কিছুই দৃষ্টিগোচরে
গুণের মধ্যে অবিনশ্বর অলক্ষ্যে।
সাধু কবি বাউল বিজ্ঞানী দার্শনিক
অচিন তাঁরা, তাঁদের কর্ম আদর্শ জগতে আছে
গুণেই অবিনশ্বর জগতে এঁরা।