প্রকৃতির আছে ছয়টি ঋতু আমার আছে এক
সবার আছে সরল পথ অথচ আমার বাঁক ।
সব খুইয়ে বসন্ত শুধু পুষে রাখি প্রানে ,
এলো সুর বেঁধে রাখি পরাণ পরী'র গানে ।
বসন্ত নিয়ে চলেছি পথে জন্ম থেকে শেষে ,
কখনো থামি কখনো ভাসি স্বপ্নলোকের দেশে ।
আকাশ দেখি বাতাস দেখি কতো পথিক অচেনা ,
একটি ঋতুই বেছে নিয়েছি হয়তো পাবো সু-মনা ।
কোন শ্রাবণের স্বচ্ছ জ্বলে দেখেছিলাম কে সে ,
স্নান করে বাড়ায় দু-পা দু-গালে লাজুক হেসে ।
ঘাটের পিড়ি সাক্ষী ছিলো ভ্রান্ত দৃষ্টি রেখা ,
আবার কবে কোন প্রহরে পাবো তাহার দেখা ।
জানি না আমি না জানে কেহ আসবে কি আর ,
পথ চিনিলাম ঘাট চিনিলাম না চিনিলাম তার ।
ফিরে যাওয়ার নাচন দেখে লাগলো দোলা গায়ে ,
গানে গানে প্রার্থনা যপি সে যেন আসে নায়ে ।
মন চিনিবো রূপ চিনিবো চিনিবো তাহার ঘর ,
চাইবো তারে এই জীবনে স্বরূপের মনিহার ।