বন্দি মন্দিরে রেখে দিয়েছি দ্বিতীয় আত্মা
দিবস যামী যপিছে তাহারেই শুধু ,
শুকিয়ে গেলে পথের জমে থাকা ঘাম
শূন্যে হারাতে ব্যাস্ত শীতল প্রেম ধুধু ।
নাহি পথিক নাহি পরগাছা জীবন
দুহাতের পরশে আঁকড়াতে পারিনা কারো দেহ,
নাহি জানুক আমার দেবতা ঐ
অদৃশ্যে মায়া কাড়ুক, বাড়ুক তাহার মোহ ।
দিনে দিনে জন্মিছে আত্মা আরও
ভিন্ন তাহাদের বসত জমিন ঘর ,
চেয়ে রয় দৃষ্টির শিক চুরি করে
অভিমানি কামনা করতে পারেনা তবু পর ।
বিনে আহবানে নেমে এলো পথে
উপেক্ষিত বিধি নিষেধ সংবিধানের সব কালি,
পথের ঢেউ এ আমি ও ভাসি
তাহাদের মন্দির পড়ে রয়েছে খালি ।
*************-----******-----*************