দিবানিশি অষ্টপ্রহর
স্বর্গে নরকে মর্ত্ত্যে
উত্তরঙ্গে নিস্তরঙ্গে
আছো তুমি সাথে সাথে।
তমসার অতল তলে
ডুবে যাওয়ার কালে
তুমিই তো বাঁচিয়েছিলে
শত গোখরোর ফণা তুলে।
যবে তোমায় দেখেও না দেখে
চলেছিলুম বাঁকা পথে
রুদ্র রূপে টেনে ধরে
এনেছিলে শুভপথে।
যবে বলেছিলাম ছেড়ে দাও
তোমায় ভুলে যেতে দাও
বলেছিলে কোথায় যাবে
আমাকেই পাবে যেথা যাও।
আজ তোমাকেই মনে মানি
তব পথ ধরে চলি
শত বাধা শত যাতনা
দুর্দম পায়ে দলি।