ভেসে চলি মনের ভেলায়
লক্ষ-কোটি আলোকবর্ষ দূরে
গ্রহ থেকে গ্রহান্তরে একা
ছাড়িয়ে কোটি কোটি নক্ষত্র-তারকা।
দশ ইন্দ্রিয় লক্ষ ফনায়
দশদিকে আমার পথ আটকায়
মনের লাগামে তাদের বেঁধে ফেলে
ডুবে যাই তোমারই খোঁজে, অন্তঃপুরে।
মুছে ফেলি স্বজন-স্নেহ
দূরপনেয় স্মৃতির ডালি
জল-স্থল-অন্তরীক্ষ
অরন্যাণীর কলকাকলী।
আরও প্রাণ ঢেলে, মন ঢেলে
আরও আলো ঢেলে চারপাশে
ভেসে চলি আমি তোমার সকাশে
তোমাকেই পাওয়ার আশে।
"এক" মানসকল্পে বহু হয়েছেন
"বহু" সাধনা করছে এক হওয়ার
একা হয়ে এক-য়ে হারিয়ে যাওয়ার--
পরম কৈবল্যধামে আনন্দ অপার ।