আবার একটা নোতুন সূর্য
উঁকি দিচ্ছে পূবাকাশে
শত বেদনার বক্ষ চিরে
শত আশার স্বপ্ন ঘিরে
এসো বরণ করি।
দেনা পাওনার অঙ্ক না হয়
আজকের মত তোলা থাক
এসো নোতুন রঙ্গের রামধনুতে
রাঙিয়ে দিই মনের আকাশ
এসো আনন্দে মাতি।
যা পেয়েছি তা অতুলনীয়
যা পাইনি আজও বিস্মরণীয়
এখন আর পেছন ফেরা নয়
এসো সামনের দিকে এগিয়ে যাই
নোতুনের জয়গান গাই।
পুরাতনের যা কিছু মনন-দৈন্য
এখানেই ফেলে রেখে এগিয়ে চলি,
মানবতার মধুনিষিক্ত কণ্ঠে বলি
মানুষ মানুষ ভাই ভাই
মানুষের সমাজ আমরা গড়বই।