লোকে বলে মানুষ আমি, মানুষ কথার অর্থটা কী
ভাবভাবনায় কাজে কথায় পশুর চেয়েও নীচে থাকি।

শরীরটাই মানুষ আমার   মত্ত থাকি দেহের সুখে
বিবেক বুদ্ধি শিকেয় তুলে  শয়তান এক পুশি বুকে।

ভাবনা এক, বলি আরেক, করি আবার অন্যরকম
চিন্তা কথা কাজের মধ্যে নাই যোগাযোগ কোনরকম।

ওৎ পেতে থাকি আমি সুযোগ পেলেই শিকার ধরি
ধর্ষণ করে মারার পরেও  আবার তুলে ধর্ষণ করি।

পাঁচ-পঞ্চাশ, আঠ-আঠাশি এমন কি ভাই আঠাশ দিনের
ছাড় পায় না আমার কাছে  কীর্তি আমার এমন সুখের।

আত্মসুখের চশমা দিয়ে  জগৎটাকে সদাই দেখি
পরের কথা ভাবার মত ফালতু সময় আছে না কি।

কারণ যা হোক তুচ্ছ-বৃহৎ কেউ যদি হয় পথের কাঁটা
এক নিমেষে সরিয়ে দিই লাশ ফেলে দিই আস্ত গোটা।

মানুষ শুধু নামেই আমি, আসলে কিন্তু পশুর অধম
নিজেই নিজে দিচ্ছি ফাঁকি  ভবিষ্যৎ যে অন্যরকম।

বর্তমানটা অতীতে গড়া, ভবিষ্যৎ-টা বর্তমানে
চিরন্তন এ সত্য কথা এমন কি এক শিশুও মানে।