সেঁকা বারুদের অগ্নিস্তূপে
সবাই আমরা মৃত্যুর দিন গুনছি
একটা মাত্র অগ্নিস্ফুলিঙ্গে
ছারখার হয়ে যাবে আবিশ্ব।
আজ একটা মাত্র পথ চাই--একটাই
যে পথ সমস্ত পথকে তছনছ করে
এক মসৃণ রাজপথ তৈরী করে দেবে,
যে পথে সমস্ত পথ হারিয়ে যাবে
মানবতার অত্যুজ্জ্বল আলোয়।
যে পথে আমি চলব, তুমি চলবে
গ্রাম-শহর দেশ চলবে
হারু কাকা ও রহিম চাচা চলবে
আগামী প্রজন্ম চলবে যুগ যুগ।
যত মত তত পথ নয়
এক মত ও এক পথে চলবে বিশ্ব
হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে
বলতে হবে আমরা সবাই ভাই ভাই।