কবিতা লেখা! খুবই সোজা
আমার কাছে দারুণ মজা।

দু-চার পদ শব্দ আনো
সন্ধি-সমাস জানো না জানো
                    কী যায় আসে
ব্যাকরণ মানো না মানো
নোতুন শব্দ তৈরী করা
                  পারে কি যে সে।

নুন-ঝাল-টক মশলা মেশাও
                        ঠিক পরিমাণ
স্বাদ বাড়াতে কামদেবের
                        গাও কিছু গান


তবেই দেখ বাজার মাৎ
           বাঃ বাঃ বাঃ লাগলো দারুণ
গর্বে আমার বুক চওড়া
             পাঠক সমাজ যে যা বুঝুন।