টাকা রে ভাই টাকা
টাকা ছাড়া জীবনটা ভাই
এক্কেবারে ফাঁকা।

টাকার জোরে রূপ কেনা যায়
নিত্য চরণ পূজা
সহজ সরল ভালো মানুষ!
স্থান নেই তোর যা যা।

টাকার জোরে শত্রুনাশ
শতনারীর সহবাস
মৃত্যুভয় দেখিয়ে দিয়ে
টাকা ছড়ায় সন্ত্রাস।

টাকার জোরে সব কেনা যায়
কবি কবিতা কলম
শত ক্ষত জুড়িয়ে যাওয়ার
অতি মধুর মলম।

টাকায় শুধু যায় না কেনা
নিখাদ ভালোবাসা
মনের ভেতর যায় না রচা
আসল প্রেমের বাসা।