লক্ষ হাত লাগবে কাজে
দশভূজার পূজোয়
শত শত কোটি টাকা
উড়ে যাবে ধূলোয়।
আলোর মেলা বসবে ক'দিন
নাচবে কোমর ঢাকে
মাছ মাংস জোর চলবে
কারণবারির ফাঁকে।
কেমন মা গো এসবে মেতে
আমোদ প্রমোদ করো
লক্ষ লক্ষ বুভুক্ষুদের
অনাহারে মারো।
পূজোর রাতে আমোদেতে
গা ভাসানোর আগে
চেয়ে দেখ চোখটি খুলে
কে ওখানে জাগে।
মানবতা বিপন্ন আজ
তার পূজো যে চাই
বঞ্চনাতে মরবে কেন
আমার আর এক ভাই।