মনের সব ঝরা পাতা,
ঝরে পড়ুক স্মৃতির মাঝে।
একলা যখন বসে থাকি,
সেই পুরনো সুর বাজে।
ভুলে যাওয়া কিছু স্মৃতির মাঝে,
আজও কেউ মুচকি হাসি হাসে।
জানি মন দেয়নি সে,
তবু মনে তার পুরনো সুর বাজে।
তুমি নও ভালোবাসার যোগ্য,
তুমি ছিলে মিথ্যে ছন্দ।
মিথ্যে গল্প মিথ্যে সুর,
সুখ হবে না তোমার, শান্তি বহুদূর।
চোখের গান আর মনের রং,
সবটাই মিছে রূপের ঢং।
আমি আজ বাঁচবো একাকী,
তোমায় ছাড়া এখন মুক্ত পাখি।
তুমি থাকো, তোমার মিথ্যে দুনিয়ায়,
আমি ফিরে যাবো, আমার নিজের ঠিকানায়।
মনে পড়েনা আর তোমার ছোঁয়া,
মিটে গেছে সব পুরোনো ব্যথা।
ঘুরছে যত সময়ের চাকা,
ভুলছি আমি তোমার কথা।
তাই তুমি থাকো,
তোমার মিথ্যে দুনিয়ায়।
আমি ফিরে যাবো,
আমার নিজের ঠিকানায়।