রক্ত ঝরেছে যথেষ্ট, আর সহ্য নয়,
অন্যায়ের বিরুদ্ধে আগুন শুধুই ক্ষোভময়।
মুখ্যমন্ত্রীর সিংহাসন কাঁপবে আজ,
দফা এক, দাবি এক—পদত্যাগ, পদত্যাগ!
দফা এক, দাবি এক—মুখ্যমন্ত্রীর পদত্যাগ,
অন্যায়ের হাতে ক্ষমতা নয়, ন্যায়ের দাবী আজই চাই।
শক্তি দেখাও, রুখে দাঁড়াও—এই লড়াইয়ে রক্ত দাও,
তিলোত্তমা —আওয়াজ তোলে , ন্যায় চাই, বিচার চাই !
পথে পথে জ্বলে উঠছে তীব্র আগুন শিখা,
তিলোত্তমার দোষী যারা পাবে এবার সাজা ।
সামনে এসে শপথ নাও, ভাঙো নীরবতার বাঁধ,
দফা এক, দাবি এক—পদত্যাগ, পদত্যাগ!
কথার পালা শেষ, এখন কাজের সময়,
নির্যাতনকারীর শক্তি আজ ধ্বংস করতে হবে।
RG Kar এর প্রতিশোধে জাগছে মানুষ,
দফা এক, দাবি এক— মুখ্যমন্ত্রীর পদত্যাগ!
এমন এনেছি পরিবর্তন, বাঙালি জাতির ঘেন্না।
তোমার কানে বুঝি ঢোকে না, তিলোত্তমার চিৎকার আর কান্না।
অন্যায়ের হাতে ক্ষমতা নয়, ন্যায়ের দাবী আজই চাই।
শক্তি দেখাও, রুখে দাঁড়াও—এই লড়াইয়ে রক্ত দাও,
তিলোত্তমা —আওয়াজ তোলে , ন্যায় চাই, বিচার চাই !
রক্তের দাগ মছেনী এখনও,
রয়েছে আঁকা দেয়ালে দেয়ালে।
প্রতিবাদের আওয়াজ বিচার চাইছে।
তারিখ জমছে কোর্টের ফাইলে।