তোমাকে প্রথমবার দেখেই কেমন জানি অনুভব করলাম,
অজানা এক ব্যাকুলতা আমায় আকরে ধরে রেখেছিলো।
তোমার মৃদু হাসি, চিকন কন্ঠ, আর নিকাবের মধ্যে দৃশ্যমান চোখ,
প্রতিটি ক্ষণে ক্ষণে যেন আমায় ভাবায় আর ভাবায়!
তোমার চাঞ্চল্যের মাজে আমি যেন এক অদ্ভুত রহস্য খোজে পাই,
না জানি লুকিয়ে কতো শত চাপা কান্নার আর্তনাদ।
আমি যেন সেই কষ্টকে নির্মূল করতে উতলা হয়ে পড়েছি।
কিন্তু এক ভিন্ন বাস্তবতার সম্মুখীন হচ্ছি আমি প্রতি মূহুর্তে।
সে যেন নীরবে আমাকেই খোজে, আমাকেই চায়।
আমিও তো তার মতো তাকেই খুজি আমার মাঝে।
প্রতিটি রাত্র আমার কাটে নিরবচ্ছিন্ন স্বপ্নে,
প্রতিটিক্ষণ ভোগায় আমায়, তাকে না পাওয়ার আর্তনাদ।