তাকে আপন করে পাওয়ার আগেই,
হারিয়ে ফেলেছি, অন্ধকার গহীনে।
মধুর স্বপ্নে ছিলো যার বিচরণ,
হৃদয়ের কোণে আজ আমরণ অনশন।

বহুবছর ক্ষরার পর আজ চোখের কোনে জল,
উষ্ণ ভূমিতে যেন বৃষ্টির আগমন।
আবারো বালিশ ভেজায়,
এ কেমন শিহরণ...!

তখনো আসেনি প্রেমের সকাল,
চোখের জলে ভিজেছে সারাটা রাত।
হাসির মাঝে লুকানো ছিল যতো আশা,
আজ সবই যেন উড়ে গেছে হাওয়ার বুকে।

অপেক্ষার দোরে দাঁড়িয়ে ছিলাম,
হৃদয় জুড়ে তার নামের সুর তুললাম।
কিন্তু বাস্তবের কষ্টের পর্দা,
আমার স্বপ্নে তার ছায়া, আজ বড্ড একা।

তাকে কাছে পেতে চেয়েছিলাম,
কিন্তু ভাগ্যে লেখা ছিলো আলাদা পথ।
এখন মনে হয়, যদি হতো একবার,
তাকে নিয়ে গড়তে পারতাম নতুন এক ইতিহাস।

হারিয়ে ফেলার বিষণ্ণতায়,
বাঁচার চেষ্টায় যেন ভুলে যাই তাকে।
কিন্তু প্রেমের এই ক্ষত আমার হৃদয়ে,
রয়ে যাবে চিরকাল, মুছে যাবে না কোনোদিন।