বহুবার খুজেছি একরাশ নির্ভরতা,
কোনো এক অদেখা শ্রাবণে।
ভেঙে গিয়েই নিজেকে গড়েছি,
আবারোও দেখেছি স্বপ্ন।
বার বার থেকে শতবার,
সুধ্রিয়ে দিয়েছি ভুলগুলোকে।
তব বৃথা মোর এ প্রচেষ্টা,
সে তো নয় কোনো গল্প।
ভেবেছিলাম নক্ষত্রের প্রতিফলনে,
আলোকিত হবে আমার আঙিনা।
বৃথা মোর আকাঙ্কা, রয়ে গেল অন্ধকার,
কালো সে মোর কালোই তো সর্বস্ব।
ছেড়ে দিয়েছি নির্ভরতার খোজ,
যা খুজেছিলাম অযোগ্যের বুকে।
ছিলাম আমি ছন্নছাড়া,
তবে না হয় তাই থেকে গেলাম।