কখনো এই রোদ তোমার কাছে আরামদায়ক,
আবার কখনো এই রোদ তোমার কাছে যন্ত্রণাদায়ক।
কখনো বাতাস তোমার কাছে আরামদায়ক,
আবার কখনো বাতাস তোমার কাছে যন্ত্রণাদায়ক।
তোমাকে মানিয়ে নিতে হবে সকল প্রতিকূলতায়,
আচ্ছন্ন হতে হবে সকল আবহাওয়ায়-পরিস্থিতিতে।
এতে কেবল সুখই নয় বরং স্বাচ্ছন্দ্যে কাটবে প্রতিটি ক্ষণ।
তব এ ধরায় থাকিতে বাঁচিতে জাগিবে তোমার মনপ্রাণ।
কখনো কি ভেবে দেখেছো? গাছেরা কিভাবে বাঁচে,
রৌদ্র দাহ, শৈত প্রবাহ পারেনি দমাতে তাদের।
নিঃস্বার্থে দিচ্ছে বিলায়ে মানবেরে অক্সিজেন,
তবুও যে আমরা তাঁদের মহত্বের অন্তরায়।
কোন সে নিমিত্তে আছে সবখানে পাখির কলরব,
মানুষেরে আনন্দ দিয়ে হয় মানুষেরই ভক্ষণ।
বাঁচতে যদি চাও হে মানব, পশু হও আগে,
পশুর মর্ম না বুজিলে তুমি, মানুষ নও তবে।