তাকে দেখেছি আমি একটি পলক,
সেই থেকে মনে গেঁথেছে তার রুপের ঝলক,
তাকে প্রথম দেখাতেই আমি বেসেছি ভাল,
একটিবারে তাকে দেখেই আমার প্রাণ জুড়ালো।
হয়তোবা পারবোনা, তাকে আমি ভুলতে,
রাত গুলো কাটে যেন তার কথা ভাবতে ভাবতে,
সে যে আমার আধার রাতের আলোকিত বাতি,
তাকেই করতে চাই আমার সারা জীবনের সাথী।
জানিনা হবে কি দেখা তার সাথে আর,
তবু তাকেই ভালোবাসবো বারং বার,
সে যে আবদ্ধ হয়ে আছে আমার পাজরের সাথে,
ইচ্ছা করলেই যে ভুলিতে পারবোনা তাকে।
আমার প্রতিটা দিন কাটে তাকেই খোঁজতে খোঁজতে,
আমি কি পারবো কখনো তার সন্ধান পেতে?
তোমার জন্য পথিক আমি ছুটবো বহুদূর,
তোমায় না পেলে ওগো মুছে যাবে সব সূর।
(অসমাপ্ত)