কেমন আছিস? ভালো তো!
এখনো কি আগের মতই আছিস?
নাকি সব কিছুই ভুলে গেছিস!
ভুলে গেছিস সব........

আচ্ছা! মনে আছে তোর?
ছোট্ট বেলা দুজনে
একসাথে ছুটে বেড়াতাম
ঘাস ফরিং এর পিছনে।
যখন ধরতে না পারতাম
তা দেখি তোর সেকি হাসি।
আচ্ছা! তুই কি এখনো সেভাবে হাসিস?
নাকি সব হাসিও আজ.......

আচ্ছা! মনে আছে তোর?
একদিন আম্রকাননের নিচে
দাঁড়িয়ে তোকে বলেছিলাম
আমি পড়ালেখা করার জন্য
বিলেতে চলে যাব!
তা শুনে তোর কি কান্না।
আচ্ছা! তুই কি এখনো কাঁদিস?
নাকি সব কান্নাও আজ.......

আচ্ছা! মনে আছে তোর?
বৈশাখি মেলার দিন
বিকেল বেলা মেলার মাঠে
সুন্দরী ললনা দেখার জন্য
ছুটে যেতাম দুজন।
মাঝে মাঝে অচেনা ফুলটুসিকে দেখে
চিৎকার করে বলে ওঠতি
প্রেয়সি, কেমন আছো তুমি?
তা বলেই দে ছোট!
আচ্ছা! তুই কি এখনো সেইরকম
দুষ্টুমি করিস?
নাকি সব দুষ্টুমিও আজ.......


আচ্ছা। মনে আছো তোর?
যখন তোর মন খারাপ থাকতো
তখন তুই দিঘীর পারে
একা একা বসে,
চিকন একটা লাঠি হাতে নিয়ে
প্রিয় সেই জামরুল গাছে আঘাত করতিস!
আমি কাছে গেলেই
ছলছল চোখে তাকিয়ে থেকে
জড়িয়ে ধরতিস আমাকে!
আচ্ছা! সেই আবেগি মনটা কি তোর এখনো আছে?
নাকি সব ভালাবাসাও আজ.......

জানিস! তোকে ছাড়া আমি
একটুও ভালো নেই।
কি করেই বা থাকবো!
তোর মতো বন্ধুতো আর নেই।
ছিলোনা আর.......

মিস করি তোকে খুব খুব খুব বেশি।
যেখানেই থাকিস, যেভাবেই থাকিস,
ভালো থাকিস, ভালো রাখিস আমায়
তুই যে আছিস মনের মাঝে
স্মৃতির ঐ পাতায়!