আমরা হলাম গ্রামের মানুষ
বেশি কিছু বুঝি না
তাই বলে আমাদেরকে
একেবারে ফেলে দেওয়াও যাবে না
পড়ালেখায়!
দিতে পারি তাদের সাথে
মেধার যুদ্ধে টক্কর
সংখ্যায় আমরা বেশি থাকি
বিভাগ প্রতি বেশি দু- চারজন।
খেলাধূলায়!
আমরা থাকি তাদের চেয়ে সামনে
তারা বলে গ্রামের মানুষ
এতো পারে কেমনে!
আচার ব্যবহারে!
কথায় কথায় রাগ করি না
তাদের মতো
আমাদের আচরন দেখে বলে তারা
শান্ত থাকে কিভাবে এতো!
আমাদেরকে দিয়েই তোমরা
সবকিছুর করো বড়াই
তোমাদের জন্যই করে যাচ্ছি আমরা
সকল কিছুর লড়াই
আমরা তোমাদেরকে বলি সবাই
গ্রামের মানুষকে মনে করোনা নগণ্য
আমাদের জন্যই তোমরা আমরা মিলে
সকলে হয়েছি ধন্য।