আগন্তুক মোরা এতো কিসের বাহার?
রঙে -ঢঙে যাচ্ছে সময় গন্তব্য তার বিহার।
চালচুলো নাই, ঘরবাড়ি নাই।
ভিক্ষা মোর রুটি-রুজির একমাত্র উপায়।
জলযান, স্থলযান, রাজপথ আর নদি ঘাট মোদের কর্মস্থল!
মসজিদ, মন্দির আর মনুষ্যের ভাবাবেগে মোরা কর্মময়।
সকালে খালিপেটে, রাস্তা মাপি।
সন্ধ্যায় ভরপেটে, ঘুমের রাজ্যের ডুবুরি।
স্বপ্নলোকে রানীর সাজে খুঁজে ফিরি মোর ঘরনি।
ভোর হলেই বুঝি; ভিক্ষা মোদের রুটিরুজির কেবলমাত্র পুঁজি।
(ভিক্ষুকদের নিত্যদিন)