দেখেছ নিশ্চয়ই, সুনীল আসমান
তার মাঝে আর-ও দেখেছ ভাসমান মেঘেদের মেলা।
যাঁরা ছুটে চলে নিরলস, ভেসে বেড়ায় দেশ হতে দেশান্তর।
কত-শত নগর,শহর পেরিয়ে চলে ক্ষণেক্ষণে সময়ের আবডালে ।
যেখানেই ঝরবার নির্দেশ পায় তাঁরা,
বৃষ্টি হয়ে আছড়ে পরে, দেশ হতে দেশান্তরে, শত-শত নগর শহরে।
তথাপি, বর্ষণ শেষে কোমল হৃদয়ের মতো প্রিয় ভূমি ও হয়ে উঠে শস্য ফলাবার পরিপক্ব,
অতঃপর, ফসল ফলে, আমরা তাহা হতে কিছু মাত্র অংশ ভক্ষণ করি।
শুধু কি তাই?
চতুষ্পদের জন্য ফলে মোলায়েম সবুজ ঘাস, বিচরণ করে মাঠঘাট।
তাহাদের মধ্য হতে কিছু করে বংশবৃদ্ধি অতঃপর স্তন্যপায়ীদের স্তনের দুগ্ধ নামক পানীয় আমাদের উদরে হয় আটঘাট।
তাহাতেই দুর্বলতা হতে শক্তি ফিরে পায়,এবং আবারও দুর্বল হয়ে মাটিতে মিশে যায়। পুনরায় উত্থান হবে একদিন কম্পনে জেগে উঠবো সেদিন।