সন্ধ্যা নামার পরে,
মন টা যায় চুপসে।
মনের ভিতর অজানা, সব
জানান দিতে চাচ্ছে।
সন্ধ্যা নামার পরে!
মনের যতই বয়স হচ্ছে,
সঞ্চয় তার অনেক হচ্ছে।
হয়তো কিছু, সুখ নয়তো কিছু দুঃখ।
দিনের শেষে, হয়তো দুঃখে সঞ্চয় ভারি হচ্ছে।
সুখ যে কোনো ঠুনকো কোনে পরে, পরে ধুকছে।
সন্ধ্যা নামার পরে, মন যে যাচ্ছে পরে।
(সংক্ষিপ্ত)