শীতের আভাস যেনো উঁকি দিচ্ছে!
চারদিকে কুয়াশাচ্ছন্ন খুবই ভোরে।
ভালোবাসার আরেক নাম শীতের সকাল,
খালি পায়ে শিশিরের ভেজা দুর্বা ঘাসের উপর,
চরণ বুলানোর অতি সুযোগ।
প্রিয় সেই শীতের পিঠার মিষ্টি সু-ঘ্রান,
আজও, মন শীতল করে ইট পাথরের এ শহরে,
নাকে লাগে প্রিয় পিঠার ঘ্রান,
ইসসস, যদি আরেকটা শীত কাটানো যেতো খালি পায়ে হেঁটে!
ইসসস, যদি সেই প্রিয় পিঠার মিষ্টি ঘ্রান, নাকে আসতো আরেকটা বার!
কতোই না ভালো হতো....
সংক্ষিপ্ত