কারো হাসি মায়া কারা,
কারো আবার বিরক্তিকর সূক্ষ্ণ রেখা।
কারো খুশি চোখে,
কারো হয়তোবা বুকে।
কারো ভালোবাসা মনে,
নয়তো কারো ঢংয়ে।
চতুরতা বদ নারী ,
ঘুরাই যে পুরুষ কে দিবারাত্রী।
লীলাবতী দেখায় তার অঙ্গের লীলা!
ঘোচায়, মনের জ্বালা।
রুপালী দেখায় তার রুপের খেলা!
রূপ দেখে হয় মত্বহারা।
প্রেমিক করে ছলচাতুরী,
প্রেমিকার চক্ষে অশ্রুর গড়াগড়ি।
মুখে চলে সিগারেটের টান,
অন্তরে প্রেমিকার বিষ পাণ।
আর আমি ধরিলাম কলমের পেটি,
হলো যে তাতে কবিতার মিতালী।
বিদায় ত দাদা চাই-চাই,
দিবে কি বিদায় তবুতে ভাই?