আজ আমি সৃষ্টির সেরা শক্তির অধিকারী!
কিন্তু কাল আমি মৃত্যু পথ যাত্রী!

মিছে ক্ষমতা আমাদের করে দিচ্ছে অমানবিক, অত্যাচারি,জুলুম কারী,

জীবনটায় বা কয়দিনের, ক্ষমতা আমার ক্ষনিকের!

চিরনিদ্রায় শায়িত হলে ধনী গরীব হবে না যাচাই,
প্রভু আমার সকলের,কেউ হবে না  বাছাই!

তবে কেনো আমরা মিছে খেলায় মত্ত?

পৃথিবীর ইতিহাস দেখো,
কত লক্ষ,হাজার ক্ষমতাবলের অধিকারী ছিলো!

তবে,
কোথায় আজ সেই সেরা, সেরা,আরো সেরাদের সেরা, রাজ্য?

কিছু নেই!
রয়ে গেছে মহানদের মহানুভবতা!

আর অত্যচারি,জুলুমকারী,ক্ষমতার অপব্যবহারকারী,
জনমনের নিচু স্থান দখল কারী!

সর্বপরি,আমাদের ক্ষমতার পালাবদল হয়!
এটাই জ্ঞাতব্য হওয়া চাই।

ধুলায় মিশে যাওয়ার আগেই,আমাদের তা ভাবনায় রাখা উচিৎ!